সবচেয়ে সহজ ও ব্যাবহার করা ব্রাউজার হল অপেরামিনি । অপেরামিনি তে সহজে কোন কিছু লোড হয় বলে আমরা বেশি ভাগ মানুষই এই ব্রাউজারটি ব্যাবহার করে থাকি। কিন্তু অপেরামিনি-তে যে সমস্যাটা টা হল বাংলা লিখা ? কিছু কিছু বাংলা সাপোর্ট সেট আছে যেগুলোতে কোন সমস্যা হয় না । কিন্তু কিছু ব্র্যান্ড এর সেট আছে যেগুলোতে বাংলা সাপোর্ট করে না । আজ আমি আপনাদের বলব , যদি আপনি বাংলা দেখতে না পান তবে কি করতে হবে ।
প্রথমে আপনার ব্রাউজার এর এড্রেস বারে জান
তারপর লিখুন about:config  বা opera:config ( অবশ্যই www ছাড়া লিখবেন )

তারপর Enter/yes বাটন চাপুন ।
এবার একেবারে নিচে যান । দেখুন লেখা আছে use bitmap fonts for complex scripts ,
ঐখানে ক্লিক করুন এবং no লিখা আছে । এই তাকে yes করে দিন ।
তারপর সেভ করুন । (ছবি দেখে বুঝে নিন )
এবার ব্রাউজার টি রিস্টার্ট দিন । আর দেখুন আপনি বাংলা দেখতে পাচ্ছেন । 



🗿 আমার সাইট আপনার ভাল লাগলে ফেসবুক এ লাইক দিতে ভুলবেন না । 

ফেসবুক পেজ - লাইক দিন

0 comments:

 
Top
Blogger Template