মাত্র দুই হাজার টাকায় স্মার্টফোন
☑ মাত্র দুই হাজার টাকার মধ্যে মোজিলা স্মার্টফোন পেতে যাচ্ছে দেশের মানুষ। থ্রিজি সংযোগকে নাগরিকের হাতের নাগালে নিয়ে আসতে সবচেয়ে নিম্ন দামে এই স্মার্টফোন দেশের বাজারে আনার উদ্যোগ নিয়েছে টেলিনর ডিজিটাল।

টেলিনর ডিজিটালের চিফ স্ট্র্যাটেজিক অফিসার অ্যান্ডার্স হ্যালিন জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করছেন। চলতি বছরের মধ্যেই নানান ফিচার সমৃদ্ধ সব ধরণের মজিলা ফোন গ্রাহকদের হাতে তুলে দেবে টেলিনর ডিজিটাল।

সূত্রমতে, ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্ট ফোনের পর্দার আকার হবে ৩.৫ ইঞ্চি। নির্মিয়মান স্মার্টফোনটিতে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম রেডিও, ২ মেগাপিক্সেল ক্যামেরাসহ নানা সুবিধা পাওয়া যাবে ।


ফোনটির এপর্যন্ত স্পেসিফিকেসনঃ

     ✅ SC6821 Cortex A5 chipset
    ✅ 3.5” screens
    ✅ WCDMA, EDGE, WiFi, Bluetooth,      cameras, and FM Radio

0 comments:

 
Top
Blogger Template