ব্রাউজিং করছেন না অথচ  ডাটা শেষ হয়ে যাচ্ছে !!!

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যাকগ্রাউন্ডে সবসময় কিছু প্রোগ্রাম ওপেন থাকাই কিছু ডাটা গ্রাস হতে থাকে । ফলে আপনার কষ্টে কেনা ডাটা অচিরেই শেষ হয়ে যাই ।

এবার মাঝে মাঝে ভুলে ডাটা অন হয়ে যাই , ফলে যারা নেট ব্যাবহার করেন না তাদের মোবাইলের টাকা ও শূন্য হয়ে যাই । 

 কিন্তু আপনি চাইলেই  এই ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে

  • প্রথমে Setting > Data usage এ যান। 
  • তারপর মেনু থেকে “Restrict background data” সিলেক্ট করে দিন। 

ব্যাস এটাটুকুই । ধন্যবাদ 


0 comments:

 
Top
Blogger Template