প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম এখন অনেক সুবিধা পাচ্ছে। ঠিক বিপরীত অবস্থা হচ্ছে মা-বাবার। অর্থাৎ প্রযুক্তির নানান ব্যবহারের কারণে সন্তানদের অনেক বাহানা বুঝেও ধরতে পারছেন না তারা।

সন্তানদের খবর নেয়ার জন্য মোবাইল দিতেও শান্তি নেই। নানা কারণ দেখায় মোবাইল না ধরার। গুরুত্বপূর্ণ কাস ছিল অথবা কোচিংয়ের ছিলাম বলে এড়িয়ে যায়।

কিন্তু সন্তানদের এসব বাহানা কোনো কাজেই আসবে না। কারণ অভিভাবকদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই বাজারে এসেছে নতুন একটি অ্যাপস। নাম ‘ইগনোর নো মোর’।

এই অ্যাপসের সুবিধা পুরোটাই পাবেন মা-বাবারা। তবে এর জন্য শুধু
অ্যাপসটি নিজের ও নিজের সন্তানের ফোনে ডাউনলোড করে নিতে হবে।

বারবার কল করা সত্ত্বেও সন্তান ফোন না ধরলে নতুন অ্যাপসের সাহায্যে লক করে দেয়া যাবে তার ফোনটি। যার পাসওয়ার্ড জানবেন শুধু আপনিই। আপনার ছেলে-মেয়েকে ফোন খোলার জন্য পাসওয়ার্ড জানতে হলে আপনার সঙ্গে যোগাযোগ করতেই হবে।

অ্যাপসটির ডেভেলপার শ্যারন স্ট্যান্ডফির্ড জানান, ছেলেমেয়েরা আজকাল বাবা-মায়েদের ফোন ধরে চায় না। তাই এই নতুন অ্যাপস আনা হলো।

কিন্তু সন্তান যদি অ্যাপসটি ফোন থেকে আন-ইনস্টল করে দেন তাহলে?

হাহ হা, এটাই তো মজা। সন্তান চাইলেও তা করতে পারবে না।
কারণটা জানিয়েছেন শ্যারন, ছেলেমেয়েরা চাইলেও এই অ্যাপসটি তাদের ফোন থেকে আন-ইনস্টল করতে পারবে না। কারণ অ্যাপসটি ডিলিট করতে ইমেল ও পাসওয়ার্ড দরকার। যা একমাত্র অভিভাবকদের কাছেই থাকবে। অ্যাপসটি কোনো কারণে আন ইনস্টল হয়ে গেলেও মা-বাবার কাছে একটি ইমেল যাবে এবং অটোমেটিক সন্তানের ফোনটি লক হয়ে যাবে।
Credit-dailynayadiganta.com

0 comments:

 
Top
Blogger Template