pattern unlock
প্যাটার্ন পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন

বর্তমানে প্রায় সবাই এ্যান্ড্রয়েড ফোনটি নিরাপদ রাখার জন্য পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ইউস করি। অনেক সময় আমরা পাসওয়ার্ড টা ভুলে যাই, ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় । আর এটি করার জন্য অর্থও খরচ করতে হয় ।

কিন্তু আপনি ইচ্ছা করলে নিজে থেকেই কাজটি করতে পারেন । এজন্য আপনাকে যা যা করতে হবে......
১. প্রথমে ফোনটি অফ করে নিন,
২. এরপর ভলিউমের বাটন দুটি একসাথে চেপে ধরুন,
৩. পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয়
৪. এরপর দেখবেন চারটি অপশন আসবে,
৫. রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন ।
৬। এরপর ডিলিট  অল এ চাপুন (কিছু চায়না সেটে আসবে )
     (নিচে যাবার জন্য ভলিওম ডাউন এবং সিলেক্ট করার জন্য পাওয়ার বাটনটি ইউস করুন)
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে, ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত ।

Tag: pattern unlock, pattern lock unlock, How to unlock pattern, How to pattern lock Unlock, samsung pattern unlock, symphony pattern unlock, pattern lock how, pattern lock unlock tutorials, pattern lock code, pattern lock software, mobile pattern unlock, pattern lock how to unlock , Android Mobile pattern lock Unlock.

0 comments:

 
Top
Blogger Template